মোঃ শাহেদুল ইসলাম হিরা
কেলাস কি চলে?
তোমরা কী কেলাস করো?
আইচ্ছা, কেলাস কইরা কী লাভ অয় তোমগো?
কিছু কি হিখতে ফারো?
গিয়ান কি তোমগো লোভ-লালসার জেলখানায় ঢুকতে ফারে?
চ্যারগো ধমক কি তোমগো ফুজিবাদী ঘুম ভাঙাইতে ফারে?
বইয়ের ফাতা ফরীক্ষায় খাতায় না গিয়া তোমগো মাথার ভিত্তে ঢুহার সাহস করে?
নাকি এখনও ভিডু অফ কইরা, অডিও মিউট কইরা গুমে স্বপ্ন দেহো-
দ্বিতীয় ঈশ্বর হওনের?