মৃত সাগরের উত্তাল ঢেউ

তারিন আহমেদ দিবা


মৃত লাশের সাগর যেন এখানে,

কোথাও কেউ নেই,

যেন ছিলোই না,

তবু অন্ধকার রাস্তায় স্পষ্টই চোখে পড়ে,

লাশের সাগরের উত্তাল ঢেউ,

জনমানবহীন নিস্তব্ধ মৃত্যুপুরী।

আবেগ-অনুভূতিহীন,

অন্তঃসারশূন্য কিছু অতীত।

এখানে একসময় জীবনের কোলাহল ছিলো,

ছিলো রাত জাগা হাজারো মান অভিমান।

হয়তো এখানেও কেউ চুপিসারে

গাইতো ভালোবাসার বেসুরো গান,

সেসব আর কারো জানাহবেনা।

পড়া হবে না প্রিয়তমেষুকে লেখা

তিনশ বিশটি চিঠির উপাখ্যান।

বাতাসে আজ পচা লাশের বিদঘুটে ঘ্রাণ।

কেউ হয়তো চেষ্টা করেছিলো

শেষবারের মতো বেঁচে থাকার,

কেউ হয়তো কবিতা লিখতে

চেয়েছিল অনিদ্রার,

তবে কি বলোতো ক্ষুধার রাজ্যেও

কবিতারা জন্ম নেয়, মৃতের সাগরে নয়?