মার্জিয়া তাবাসসুম
লাল সবুজের এই বাংলাদেশ,
যার রুপের নেই তো শেষ।
সেই রুপেতে মুগ্ধ হয়ে,
লাখো বাঙালি হয়েছে নিঃশেষ।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিতে,
করেনি তো কেউ ভয়।
বঙ্গবন্ধুর আদর্শে মোহিত হয়ে,
ছিনিয়ে এনেছে জয়।
হাজারো বাঙালির অপেক্ষার প্রহর,
শেষ হয়েছে এই দিনে।
হাজারো বাঙালি কেঁদেছে সেদিন,
ভাষার সম্মান ফিরে পেয়ে।
আজ এই বিশেষ দিবসে,
জানাই তোমায় শুভেচ্ছা।
লাখো বাঙালির এই অবদান, ভুলো না কখনো ভুলো না।