তারিন আহমেদ দিবা
স্বাধীনতা, কেন বিপ্লবী হলেনা?
এই চির অবরুদ্ধ বাংলায় কেন হলেনা কোনো শেকলভাঙা স্বাপ্নিক?
স্বাধীনতা, কেন হলে আশাহত এক পরাজিত সৈনিক?
কেন ক্রমশ হয়ে উঠলে অবরোধবাসিনী, আমার গোপন প্রিয়া?
স্বাধীনতা, কেন মুক্তির নামে উপহার দিলে
এক সংকীর্ণ মানচিত্রে ক্ষুধার্ত শিশুর প্রাণহীন দেহ!
কেন হলেনা তুমি মুক্ত ধারার মুক্তিপণ?
হতেই না হয় সন্ন্যাসী, যাযাবর!
তবু কেন বয়ে আনলে, চিন্তাধারার মনন্তর, রুচীর মহামারী?
স্বাধীনতা, আজতো মা’র নামে বৃথাই রক্তপাত, আবেগের মিথ্যে বাড়াবাড়ি!
কখনো বা গোপন প্রিয়ার মতো গোপনে স্মৃতিচারণ!
তবু, এই হাড়জিরজিরে বাংলায় যদি অন্তঃসারশূন্যতা তোমাকে গ্রাস করে
তবে মনে রেখো, প্রিয় স্বাধীনতা, লাল-সবুজের স্বপ্ন আজওআছে!
হয়তো, ছেড়া জামা গায়ে নোংরা বস্তির ছোট্ট কোনো কামরায়!