শান্তির সাদা পায়রা

শান্তির সাদা পায়রা

তারিন আহমেদ দিবা


আমাকে যেতে দাও 

গোলা-বারুদের গন্ধ ছাপিয়ে নীল আকাশের নিচে।

যেখানে নদীর রঙ লাল নয়।

দুঃখ যেখানকার নিত্যদিনের ব্যাপার নয়।

যেখানে ছোট্ট শিশুর মৃতদেহ শেয়ালের রোজকার আহার নয়।

যেখানে আমার ঘুম ভাঙবেনা মেশিনগানের তিব্র শব্দে;

যেখানে আমাকে হারাতে হবেনা নতুন কোনো স্বজন।

আর কত মৃত্যুভয়ে পালিয়ে বেড়াবো বলো!

আর কতো স্বজনের রক্তে লিখবো আমার জীবনগাথা?

তাই, আমাকে যেতে দাও নীল আকাশের নিচে।

যেখানে জীবনের রঙ খেলা করে প্রজাপতির পাখায়।

সেইখানে, আমি স্বপ্নের ক্যানভাসে আঁকতে চাই-

শান্তির সাদা পায়রা।