(কবিতা) একলা পথিক

ক্লান্ত এ প্রাণ  যাচ্ছে  হেঁটে  সকাল থেকে,

সে কি জেনো খুঁজে আপন মনে..

হটাৎ রোদের মাঝে সে কি বৃষ্টি

এ কি অপরূপ সৃষ্টি।

ধেয়ে আসা কালো মেঘ

বরন করল আপন আবেশে


এল দুপুর তাও ওই নিস্পাপ্রান দেহ হাটছে অজানার তরে ঝলসান শরির  নিয়ে খত বিক্ষত হয়ে মিস্টি মধুর হাসি দেখিয়ে।

মাঝ পথে এক অপ্রত্যাশিত অতিথি পাখির ডাকে থমকে গেলাম এক নিমেষেই

আকাশ হল মেঘলা

পথিক শুরু করল চলা একলা 

সাথে নিয়ে বিষের বাশি  

আর চলন্ত  প্রাণহীন দেহ  

 সে দিব্বি চলছে সবুজে সমারোহে

 এই “অভিনয়” আর দ্বি ভাব  ভরা  

এই জগৎ সংসারে

Arifuzzaman  Islam