(কবিতা) সন্ধ্যাবেলা

শুভ্রতা ভরা আকাশের মাঝে 

একসময় ছিল

সুর্যের হাতছানি 

তবুও  প্রত্যাশিত ছিল 

কালো মেঘের ঘনঘটা 

অপ্রত্যাশীতভাবে এল

“নীল” মেঘের ভেলা 

“নীল আলো” এখন ভাসায় 

আমার সারাবেলা 


সুধু কি নীলের ভেলা?

 “ধুশর” আলোয় কাটে 

আমার গোধুলিবেলা

 আর রাত্রিবেলা ? 

তিমিরের নিকশকালো 

আলোয়

কৃষ্ণগহ্বরের মাঝে

 “সুশোভিত” হয় প্রতিটা সন্ধাবেলা…..

By Arifuzzaman Islam