যদি কখনো কারো জীবনে,
তুমি না হও গন্য;
নিজেকে তুমি ভেবো না তুচ্ছ,
শত বিরহের জন্য।
যদি পার তুমি স্বার্থক হও,
কারো ভালবাসা পেয়ে ধন্য;
জীবনটা তোমার, শুধুই তোমার,
সে তো নয় কোনা পণ্য।।
যদি কখনো কারো জীবনে,
তুমি না হও গন্য;
নিজেকে তুমি ভেবো না তুচ্ছ,
শত বিরহের জন্য।
যদি পার তুমি স্বার্থক হও,
কারো ভালবাসা পেয়ে ধন্য;
জীবনটা তোমার, শুধুই তোমার,
সে তো নয় কোনা পণ্য।।