(কবিতা) “আবেগের জানালা”

By Sakibur Rahman Arnab

যখন নিরবে একা বসে থাকি

তোমাকে স্মরণ করে থাকি

এমন একটি মন খারাপ করানো সন্ধ্যা বেলা

বসে থাকি খুলে আবেগের জানালা

কুয়াশার ভিতরে অস্পষ্ট

তোমাকে না পাওয়ার কষ্ট

যেখানেই তাকাই দেখি শুধু তোমাকে

তোমার হাতের স্পর্শ মুগ্ধ করে আমাকে

 

যখন দূরের তারা দেখি আকাশে,

ভেবে থাকি তুমি আছো পাশে

অপেক্ষায় আছি তোমাকে দেখব বলে

আশায় আছি তোমায় পাবো বলে

তুমিও কি ভালোবাসো আমাকে

যতটা আমি ভালবাসি তোমাকে?

আমার অসীম ভালোলাগা তোমাকে ঘিরে

এতটা ভালোবাসা পাবো কি ফিরে?

 

শূন্যতায় ঘেরা আমার এই পৃথিবী

মনের মাঝে শুধু তোমারই ছবি

তুমিহীনা আমি ডুবে যাব শূন্যতার সাগরে

তুমিহীনা আমার মন কাঁদবে নিকস অন্ধকারে

তোমাকে নিয়ে আমি দেখি স্বপ্ন

তুমিহীনা আমি অপূর্ণ