(কবিতা) দেশের দামাল সন্তান

তানিশা মাহমুদ সালাম রেবাশ


আজও পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়। 

রক্তিম আলোর ছটায়,

আলোকিত হয় সারা পৃথিবী। 

তবে আজ কেন কেঁপে উঠছে আমার দেশের মাটি ?

কেন মা তোর চোখে সমুদ্র সমান অশ্রু-জল?

ওগো মা, কোথায় তোর সেই দামাল সন্তান?

হাসতে হাসতে যে দিতে পারে তোর জন্য নিজ প্রাণ। 

ক্ষনে ক্ষনে কেন নিস্তেজ হয়ে যাচ্ছিস তুই?

কবে চেখে দেখবি মা তুই মুক্তির পূর্ণ স্বাদ?

আজ থেকে শুধুই অপেক্ষা, 

বাঁধন ছেঁড়া সেই মহেন্দ্র ক্ষনের জন্য। 

যখন জাগ্রত হবে আমার সোনার বাংলা;

বলবো তখন গর্বে গরবিনী হয়ে,

মাগো তোকে বড্ডো ভালোবাসি।