(কবিতা) নিকোটিন

আমার বেশ কান্না করতে ইচ্ছে করছে।

সব কিছু ছেড়েছুড়ে হারিয়ে যেতে ইচ্ছে করছে। 

কিন্তু

চোখে পানি নেই।

মনে সুখ নেই। 

তবু,

মলিন হাসির ছলে

জ্বলে যাচ্ছে একের পর এক- 

নিকোটিন।

উড়ে যাচ্ছে অকারণে গড়ে ওঠা,

আবেগনামা।

আর!

আগ্নেয় স্ফুলিঙ্গের ছোঁয়ায়;

ঝলসে যাচ্ছে হাজারটা স্বপ্ন।

অতঃপর, 

চাঁদবিলাসের নামে নিকোটিনের-

ধোয়ায় তৈরি হচ্ছে অমৃতের গল্প।

মাহমুদা আক্তার হাসু