সুতো কাটা ঘুড়ি

Diya Binte Awal


আমি এক রঙিন কাগজের ঘুড়ি
বিশাল আকাশে নিরুদ্দেশ হয়ে উড়ি
কুড়িয়ে পেলে আবার উড়িয়ে দিও আমাকে
যেনো আর না থাকি তোমার অস্তিত্বহীন দুয়ারে,
নাটাই এর সুতা যে পারেনা আমায় বাধতে
তেমনি তুমি যে ব্যাকুল আমায় নিয়ন্ত্রণে রাখতে
ভালোবাসা বাচিয়ে রাখে সম্পর্কের অস্তিত্ব!!
আফসোস,, তুমি যে আধিপত্য এর নেশায় মত্ত
কিন্তু এই অভাগী প্রেমিকা তোমায় দিলো মুক্তি
আমি না হয় বিরহের সুর দিয়ে নতুন গান তুলি
আহ! কি নিরব দন্দ ভালোবাসা আর স্বাধীনতার
প্রেমিকের মন ভাংগার দু:হসাহস নেই আমার
তাহলে তো কলংকিত হবে গোটা নারী জাতি
দেখেছো তোমাকে ছেড়ে যাওয়ার কত আকুতি?