(কবিতা) অকবিতা (তিলোত্তমা)

তারিন আহমেদ দিবা


তিলোত্তমা, এ শহরে সবাই ভালো থাকার মঞ্চ নাটক করে,

আর তুমি সেসব নাটকের ট্র্যাজিক নাইকা হয়ে ঘুরে বেড়াও।

লাটাই ছাড়া ঘুড়ির মতো পড়ে থাকো স্মৃতি শংকর লেনের পুরোনো কোনো বাড়ির ছাতে,

আজকাল সেখানে কেউ পাটি বিছিয়ে ভাতঘুম দেয়না।

তবুও তুমি গাছহীন শহরে খুঁজে ফেরো শরতের শিউলি ফুলের ঘ্রাণ,

এ শহরে শরৎ থাকেনা।

তার ঠিকানা আজ মেমোরি লেন।

তবে সে আজ বেচেঁ আছে কিনা কে জানে!

তিলোত্তমা,তুমি খুঁজে ফিরোনা নীলকষ্ট?

সোডিয়াম নিয়নে সেসব ধুয়ে মুছে গেছে সেই কবেই।

আজকাল কষ্টের রঙ বেগুনি।